Basic Computer course & Basic Hardware Course (Class: 1)

আমার মুসলিম ভাই বোনদের জন্য সালাম রইল-----------------
আসলামুআলাইকুম --------------- 
ক্লাসের প্রথম দিন যা শিখব :
আজ আমরা সুন্দর ভাবে শিখবো বেসিক কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স , যা অনেক সহজ ও সরল। প্ৰত্যেক কম্পিউটার শিক্ষার্থীদের বেসিক ফান্ডামেন্টাল কোর্সটির জানা আবশ্যক। কোর্সটি কম্পিউটার সম্পর্কে বিস্তারিত জানতে সহায়তা করে।

What is computer ?
কম্পিউটার কি ?

🔵 Computer শব্দটির সাধারণ অর্থ হল গণক যন্ত্র। ল্যাটিন শব্দ Computr থেকে ইংরেজী Computer শব্দের উৎপত্তি। Compute শব্দটির অর্থ গণনা বা হিসাব-নিকাশ করা। কম্পিউটার -এর সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি কার্যাবলী সম্পাদন করা যায়। কিন্তু বর্তমান যুগে  কম্পিউটার  

Who is the inventor of Computer ?
কম্পিউটারের আবিস্কারক কে ?
🔵  কম্পিউটারের জন্মস্তান বেল ল্যাবরেটরী, আর জন্মদাতা চালর্স ব্যাবেজ নামক একজন ব্রিটিশ বিজ্ঞানী।  চার্লস ব্যাবেজ ১৮১২ সালে গাণিতিক হিসাবের জন্য ' ডিফারেন্স ইঞ্জিন 'এবং ১৮৩৩ সালে ' ইনালিটিক্যাল ইঞ্জিন উদ্ভাবন করেন। 
১৮৯৬ সালে প্রতিষ্ঠিত হয় বিখ্যাত কম্পিউটার কোম্পানী IBM ( International Business Machine ) . প্রথম যে যন্ত্রটি তৈরী করেন  হচ্ছে Bell -1 নামে একটি মেকানিক্যাল  কমপ্লেক্স  ক্যালকুলেটর। এর পর ধীরেধীরে এগিয়ে চলল কম্পিউটারের নতুন নতুন উদ্ভাবন।১৯৩৭ সালে তৈরী হলো ৫১ ফুট লম্বা ও ৮ ফুট উঁচু কম্পিউটার। এর ওজন ছিল ৫ টন। যন্ত্রাংশ সংযোগের জন্য প্রয়োজন হতো ৫০০ মাইল লম্বা তার। যন্ত্রটি চালু ছিল মাত্র ১৫ বছর। তবে এই কম্পিউটারটি এখনও প্রথম কম্পিউটার হিসাবে সংরক্ষিত আছে হার্ভাড বিশ্ববিদ্যালয়ে।
How to work Computer ?
কম্পিউটার কি ভাবে কাজ করে ?
🔵 কম্পিউটার তার কাজগুলিকে কয়েকটি ধাপে সম্পুর্ন্ন করে থাকে 
1. তথ্য (Data) গ্রহণ বা Input.
2. তথ্য (Data) সংরক্ষণ  বা Storage.
3. তথ্য (Data) প্রক্রিয়াজাত বা Processing.
4. ফলাফল (Result) বা Output. 
 
🔵 Diagram (চিত্র ) of Computer Work
 
🔵 Basic Computer Course & Basic Hardware Course. 
( দ্বিতীয় দিনের ক্লাস )

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ