Basic Computer course & Basic Hardware Course (Class: 3)

আমার মুসলিম ভাই বোনদের জন্য সালাম রইল-----------------
আসলামুআলাইকুম --------------- 
আজকের ক্লাসে যা শিখব :
বেসিক কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স , যা অনেক সহজ ও সরল। প্ৰত্যেক কম্পিউটার শিক্ষার্থীদের বেসিক ফান্ডামেন্টাল কোর্সটির জানা আবশ্যক।
What is System Unit ?
System Unit কি ?
🔵 System Unit সাধারণত বক্স আকৃতির হয়ে থাকে।  এর মধ্যে Data উৎপাদনকারী ইলেকট্রনিক্স উৎপাদনগুলি লাগানো থাকে। ইটা ইলেকট্রনিক্স উৎপাদন গুলিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। System Unit-এর মধ্যে থাকা উপাদান গুলি -Mother Board, CPU, Hardisk, RAM, ROM, Power Supply, CD, DVD Writer, Ports etc.
 
What is CPU ?
CPU কি ?
🔵 Computer -এর মস্তিস্ক হল CPU ( Central Processing Unit ) CPU -এর সাথে আদান প্রদানের মাধ্যমে কম্পিউটার তার পরিকল্পনাগুলিকে সংযুক্ত করে এবং আদেশ অনুযায়ী কার্য সম্পাদন করে। 
 
Classification of computer ?
কম্পিউটারের প্রকারভেদ ?
🔵 গঠন ও উদ্দেশ্য ভেদে কম্পিউটারকে দুই ভাগে ভাগ করা যায়।
যথাঃ 
1. Analog Computer. 
2. Digital Computer.
এছাড়াও উপরোক্ত দুই ধরণের কম্পিউটারের সংমিশ্রনে আর একটি কম্পিউটার তৈরী হয়েছে, যা Hybrid Computer  নাম পরিচিত।  
🔵 Basic Computer Course & Basic Hardware Course :
( চতুর্থ দিনের ক্লাস )
Click Here.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ