সবার প্রথম ডেস্কটপ পিসিটি কে বিদ্যুৎ সংযোগ করে, মেইন পাওয়ার সুইচ দিয়ে দেখে নিব যে ডেস্কটপটির পাওয়ার লাইট হচ্ছে কিনা এবং প্রসেসর ফ্যান ঠিকঠাক গুরছে না কি না। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নিচের পদক্ষেপ গ্রহণ করব।
সমস্যা ও সমাধান :
⃝ যদি মনিটরে কোনো ডিসপ্লে না আসে এবং রেড লাইট জ্বলে নিভে তখন বুঝতে হবে গ্রাফিক্স /ভিডিও কার্ড এ কোনো সম্যসা বা মনিটরের VGA/HDMI CABLE কানেকশন লুজ হয় গেছে কানেকশন চেক করুন।
⃝ অনেকসময় RAM এর স্লটে নোংরা জমে যাওয়ার কারনে হয় থাকে। আমরা নোংরা পরিষ্কার করে RAM স্লট পরিবর্তন করে দেখব।
⃝ এই সমস্যাটি Power Supply ( SMPS ) প্রব্লেম জন্য হয় থাকে। আমরা পাওয়ার সাপ্লাই এর ভোল্টেজ চেক করব। প্রয়োজনে চেঞ্জ করে দেখব।
⃝ আমাদের সমস্যা সমাধান না হলে আমরা একবার processor সকেটি ভালোভাবে পরিস্কার করে পুনোরায় সেটিং করব।
⃝ সবশেষে Bios Battery চেক করে, একবার বায়োস সেটিংস রিসেট করে ও দেখতে পারেন .
কম্পিউটার । প্রিন্টার । ল্যাপটপ । সিসিটিভি । এই ধরণের বিভিন্ন সমাধান পেতে আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করুন :
0 মন্তব্যসমূহ