How to Recycle Bin & ফাইল ফোল্ডার ফিরিয়ে আনা

💠 আজ আমরা রিসাইকেল বিন সম্পর্কে কিছু জানব:  - 
Recycle Bin : ইহা একটি ট্রানজিট মেমোরি মুছে ফেলা ফাইল ,ফোল্ডার গ্ৰাফিক্স ওয়েবপেজ ইত্যাদি এখানে সংরক্ষিত হয়। এখান থেকে প্রয়োজনবোধ কোন মুছে ফেলা ডেটা Restore করা যায়। কিন্তু রিসাইকেল বিন থেকে অপসারণ করা হলে তথ্যা বলী স্থায়ীভাবে মুছে যায় তখন ফিরিয়ে আনা যায় না।
Recycle Bin কী : Recycle বিন হচ্ছে কম্পিউটার এর ডাসবিন। কম্পিউটার এর যে  অবাঞ্চলিত বা অপ্রয়জোনীও File বা  Folder ডিলেট করার পর সেই ফাইল গুলি ডাসবিনে [রিসাইকেল বিন] জমা হয়। জমা এই ফাইল গুলিকে চিরতরের জন্য মুছে ফেলা যায়।

Recycle Bin থেকে ফাইল /ফোল্ডার ফিরিয়ে  আনা : অনেক সময় ভুল করে কোন ফাইল Delete হয় Recycle Bin এ  চলে যেতে পারে। সেই ফাইলটি  প্রয়োজনীয় হতে পারে। সেই ফাইল টি আমরা Recycle Bin ফিরিয়ে.আন্তে পারি। ফাইল টি ফিরিয়ে আনার জন্য নিচের স্টেপ ----
  • Recycle Bin এ দুবার ক্লিক করে ওপেন  করব।
  • যে ফাইলটি প্রয়োজন সে ফাইলটির ওপর রাইট ক্লিক করব। 
  • Restore click করব।   
বিঃ দ্রঃ রিসাইকেল বিন থেকে কোন ফাইল ডিলেট হওয়ার ফাইলটি সম্পূর্ণ ভাবে কম্পিউটার থেকে মুছে যায়। ফাইলটি  ফিরে পাওয়া কোন সম্ভাবনা থাকে না। 
 
Your Channel Desktop Computer | Laptop | Epson | Cannon | Brother Printer Any-Tips

  L I K E D   S O L U T I O N

 
Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ