আসলামুআলাইকুম.........
Canon Printer G2000/G2010/G2012/G3000/G3010 /G4010
> Error P10 / Support code : B204! .
আজকের আলোচনা পর্বে ক্যানন প্রিন্টারের (P10) আর একটি সমস্যা নিয়ে আমার ভাই বোনদের কাছে আসতে পেরেছি , জানিনা এই আলোচোনা পর্বে আপনাদের কত টুকু সমাধান দিতে পারবো। আমি চেষ্টা করছি একটি ভালো ও সুন্দর সমাধানঃ দেওয়ার। '' ইন্শাআল্লা''
> ক্যানন প্রিন্টারের P10 সমস্যাটি বিশেষ করে '' লজিক বোর্ড '' সংক্রান্ত সমস্যা।
> P10 সমস্যাটি সমাধানের উপযোক্ত উপায় হল '' লজিক বোর্ড '' চেঞ্জ ?
> কিছু ক্ষেত্রে প্রিন্টারটির নিচের মোটর খারাপ থাকার কারণে হয় থাকে।
বিঃ দ্রঃ -ক্যানন প্রিন্টারে P10 ত্রুটিগুলি কার্টিজ বা লজিক বোর্ডের কারণে ক্ষতিগ্রস্থ হতে পারে, ত্রুটি ঠিক করতে, আপনাকে কার্টিজ বা লজিক বোর্ড প্রতিস্থাপন করতে হবে পারে ।
🔵 Epson প্রিন্টার সংক্রান্ত বিভিন্ন টিপসঃ পেতো নিচের লিংক গুলি ব্যবহার করুন :
0 মন্তব্যসমূহ