Printer G2010,G2012,G3010,G4010,G2000, [ Error E03 / Code 1300 ]
আজকের আলোচনা পর্বে ক্যানন প্রিন্টারের (E03) আর একটি সমস্যা নিয়ে, আমার সকল ভাই বোনদের কাছে আসতে পেরেছি। জানিনা এই আলোচোনা পর্বে আপনাদের কত টুকু সমাধান দিতে পারবো। আমি চেষ্টা করছি একটি ভালো ও সুন্দর সমাধানঃ দেওয়ার। ''ইনশাআল্লা ''
Also Read : Zebronics Mother board Driver Download free.
E03 Error :
Support Code : 1300.....?
সমস্যা এবং সমাধান | কি ভাবে করবো সমাধানঃ -
> E03 সমস্যাটি বিশেষ করে পেপার ট্রে সংক্ৰত সমস্যা , আমরা পেপার ট্রের চার পাশের অংশ গুলির ওপর বিশেষ নজর দেব।
ক। প্রিন্টারটির পেপার ট্রের মধ্যে কোনো নোংরা (ছোট বস্তু) অথবা পেপার ফেসে থাকলে হতে পারে।
[ বেশীর ভাগ ক্ষেত্রে দেখা যায় প্রিন্টারের উপর রাখা ছোট বস্তু ভুল ক্ৰমে ট্রে মধ্যে পরে যাওয়ার কারণে হতে পারে। ]
খ। প্রিন্টারটির পেপার ট্রে জ্যাম ও ছোট রোলারের লক ভেংঙ্গে থাকার কারণে এই সমস্যা হয় থাকে।
গ। একবার পেপার ট্রে সেন্সার চেক করে নিব।
ঘ। প্রিন্টারটির ভেতর হুইল গুলির মধ্যে বেশী পরিমাণে নোংরা থাকার কারণে এই সমস্যা হয় থাকে।
[ প্রিন্টারের ট্রে মটর একবার চেক করে নিন। ]
💠 আরো ভালো সমাধান পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন :
💠 নতুন পোস্ট গুলি :
0 মন্তব্যসমূহ