📣 আসলামুআলাইকুম >>>>>
আমরা সকলে যুগের সাথে চলতে- প্রত্যেকই কম বেশী মোবাইল ব্যবহার করে থাকি। বেশীর ভাগ মুহূর্তে মোবাইল ছাড়া চলা আমাদের অসম্ভব হয়ে দাঁড়ায়। এই বর্তমান সময় আমাদের মোবাইল গুলি বিভিন্ন ভাবে খারাপ হয় থাকে তার মধ্যে বর্ষা কালে সবচে বেশী জলে পরে মোবাইল নষ্ট হয় থাকে। আজ আমরা জলে পড়ে যাওয়া মোবাইল সম্পর্কে কিছু সতর্কতা মূলক আলোচনা করবো ''ইনশাআল্লা''।
💠 মোবাইল জলে পড়লে আমাদের করণীয় কী📱
১ : প্রথমে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাটারি খুলে ফেলুন, যদি ব্যাটারি খোলা সম্ভব না হয় তাহলে মোবাইলটি সুইচ অফ করে নিন।
২ : অতঃপর যত তাড়াতাড়ি সম্ভব মোবাইলটি কোন ম্যাকানিকের কাছে গিয়ে সার্ভিস করিয়ে নেওয়া উচিত !
৩ : মোবাইলটি কোনোভাবেই সুইচ অন করার চেষ্টা করা যাবে না, মোবাইলটি ভালো আছে কিনা তা দেখার জন্য সুইচ অন করার চেষ্টা করা যাবে না। এতে মোবাইলটি শর্ট-সার্কিট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
৪ : মোবাইলটি সুইচ অফ অবস্থায় কোন ম্যাকানিকের কাছে নিয়ে যাবেন, এতে মোবাইলটা ঠিক হয়ে যাওয়ার 99% শতাংশ সম্ভাবনা থাকে।
📱ব্যতিক্রমী করে থাকলে কি হয়, ( সাধারণত জলে পড়া মোবাইলের ):
📱ব্যতিক্রমী করে থাকলে কি হয়, ( সাধারণত জলে পড়া মোবাইলের ):
> যদি আপনি মোবাইলটি অন করেন তাহলে প্রথমে পাওয়ার আইসি তে ভোল্টেজ যায় এবং পাওয়ার আইসি থেকে প্রত্যেকটি সেকশনে ''voltage'' প্রবাহিত হয়।
> এন্ড্রয়েড মোবাইলে ডিসপ্লে তে লাইট সেকশন ভোল্টেজ তৈরি হয় '15' থেকে '35' অব্দি যার কারণে জলে পড়া মোবাইলের ডিসপ্লের লাইট প্রবলেম সবচাইতে বেশি হয়ে থাকে
> মোবাইলটি বেশিক্ষণ ধরে অন রাখলে মোবাইলের বাকি কম্পোনেন্টগুলো এবং ''আইসির কিছু বল ও কম্পনেন্ট কার্বন জমে মোবাইলটি শর্ট সার্কিট হয়. মোবাইল বন্ধ হয়ে যায় এবং অন্যানো সমস্যার সম্মুখীন হতে হয়।
📱এতক্ষনে সম্পূর্ণ পোস্ট টি থেকে আমরা কি শিখলাম:
( আবার বলছি ) :
১. প্রথমে মোবাইলটি সুইচ অফ করে ব্যাটারি খুলে ফেলতে হবে
২. যদি এন্ড্রয়েড মোবাইল হয় তাহলে ব্যাটারি খোলার সমস্যা হলে প্রথমে সুইচ অফ করে নেবেন।
৩. তারপর মোবাইলটি কোন ভালো মেক্যানিকের কাছে ওয়াশ করে নেবেন হবে।
১. প্রথমে মোবাইলটি সুইচ অফ করে ব্যাটারি খুলে ফেলতে হবে
২. যদি এন্ড্রয়েড মোবাইল হয় তাহলে ব্যাটারি খোলার সমস্যা হলে প্রথমে সুইচ অফ করে নেবেন।
৩. তারপর মোবাইলটি কোন ভালো মেক্যানিকের কাছে ওয়াশ করে নেবেন হবে।
>সম্পূর্ণ পোস্টটি সংগৃহীত :
এম রাজ মোবাইল সেন্টার
থেকে.......
💠 ডেস্কটপ/ল্যাপটপ কম্পিউটার > বিভিন্ন কোম্পানির প্রিন্টার > সিসিটিভি > সমাধান পেতে আমাদের পোস্ট গুলি বেশি বেশি ভিজিট করুন। কিছু জানতে হলে জান ম্যাসেজ বক্স থেকে ম্যাসেজ করুন । আমরা চেষ্টা করব
আপনাদের এই ধরণের সমস্যা গুলির সমাধান দেওয়ার .
L I K E D S O L U T I O N
0 মন্তব্যসমূহ