🔵 আসলামুআলাইকুম >>>>>
Brother DCP -L2520D | L2541D | MFC- L2701D | REPLACE TONER PROBLAME EASY SOLVED
💠 ব্রাদার প্রিন্টার সম্পর্কে আলোচনা :
আজ
আমরা আলোচনা করব ব্রাদার DCP-L2520D/L2541D/MFC-L2701D প্রিন্টার নিয়ে। বিভিন্ন
কোম্পানির লেসার জেট গুলির মধ্যে ব্রাদার (Brother) লেসার জেট প্রিন্টার গুলি বেশ
জনপ্রিয়তা অর্জন করেছে। প্রিন্টারটির গতি ও কালী খরচ অনেক কম। এই প্রিন্টার গুলি আকারে ছোট হলেও এর মধ্যে রয়েছে অনেক ফানসন যা আমাদে প্রত্যেকটাই গ্রহণ
যোগ্য। কিন্তু প্রিন্টার গুলির মধ্যে আমরা কিছু বেসিক প্রব্লেম পেয়ে থাকি তার মধ্যে সবচেয় বেশি রিপ্লেস টোনারপ্রব্লেম। আজ আমরা রিপ্লেসে টোনার নিয়ে আলোচনা করব। কি ভাবে সহজে এর সমাধান পাবো। এই সমস্যার সমাধান পেতে
আমাদের টোনার কার্টিজ এবং কিছু ফাংশান সেটিং করা আবশ্যক। আমরা আজ এই সেটিং সম্পর্কিত কিছু
আলোচনা করবো- 'ইনশাআল্লা '
💮 REPLACE TONER কী কী করণে হয় থাকে :
রিপ্লেস টোনার প্রব্লেমটি বিশেষ টোনার কার্টিজ থেকে হয় থাকে।প্রধানত তিনটি কারণে রিপ্লেস দেখিয়ে থাকে।
(১) টোনার কার্টিজে কালী কম থাকার কারণে।
(২) প্রোগ্রাম থেকে টোনার রেসের না থাকার কারণে।
(৩) টোনার কার্টিজ খারাপ থাকার কারণে।
💮 REPLACE TONER ( সমাধান ):
1. টোনার কার্টিজে কালী কম থাকার কারণে:
টোনারটি আমাদের লক্ষ করতে হবে পর্যাপ্ত কালী আছে কি না যদি না থাকে তাহলে আমাদের পাউডার ভোরে নিতে হবে।
2. প্রোগ্রাম থেকে টোনার রেসের না থাকার কারণে :
🔵 সবার প্রথমে প্রিন্টারটি চালু আছে কি না তা নিশ্চিত করুন।
🔵 প্রিন্টারটির সামনের ফ্রন্ট কভারটি খুলুন > ওপেন ফ্রন্ট কভার সোও করবে। >(Front Open Cover)
🔵 ওকে বাটনটি ৫ থেকে ১০ সেকেন্ট প্রেস করুন > ইয়েস আর নো সও করবে। >(Yes/No)
🔵 গ্রীন বাটন > প্লাস বাটন > মাইনাস বাটন > পর পর চাপুন ( ডোবল জিরো দেখাবে )> ওকে প্রেস করুন। (Start/Green Button> (+) > (-) > press > (00) >0k
🔵 ফ্রন্ট কভার বন্ধ করুন।
3. টোনার কার্টিজ খারাপ থাকার কারণে:
🔵 ওপরের পদক্ষেপ গুলি অনুসরণ করার পর যদি সমস্যার সমাধান না পাই, সে ক্ষেত্রে আমাদের নতুন কার্টিজ ব্যবহার করবো। আশা করি আমাদের সমস্যার সমাধান পাব।
💠 ভিডিওটির মাধ্যমে আরো ভালো সমাধান পেতে ভিডিওটির ওপর ক্লিক করুন :
💠 কম্পিউটার । প্রিন্টার । সিসিটিভি সংক্রান্ত বিভিন্ন ধরণের সমস্যার সমাধান
পেতে আমাদের সাথে থাকুন। প্রয়োজনে কমেন্ট বক্স - এ আপনাদের সমস্যা আমাদের
জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের এই ধরণের সমস্যা গুলোকে সমাধান দেওয়ার.
L I K E D S O L U T I O N
0 মন্তব্যসমূহ