Brother Dcp-L2520d Replace Drum Problem solved | ব্রাদার ডিসিপি -এল ২৫২০ডি রিপ্লেস ড্রাম সমস্যার সমাধান কি ভাবে পাব |


*** ব্রাদার ডিসিপি -এল ২৫২০ডি রিপ্লেস ড্রাম সমস্যার সমাধান কি ভাবে করবো***
💮 Brother DCP-L2520D :
আমরা আজ ব্রাদার ডিসিপি ২৫২০ প্রিন্টার  সম্পর্কে কিছু আলোচনা করব। এটি একটি লেসার জেট প্রিন্টার এই প্রিন্টারটি পাউডার কালি ব্যবহার হয়ে থাকে।  প্রিন্টারটি  গতি অনেক বেশী মিনিটে ৩৩ তা মতো পেজ প্রিন্ট করতে পারে এবং প্রিন্ট ও স্ক্যান এক সাথে ব্যবহার করতে পারি। বতর্মানে প্রিন্টারটি বেশ জনপ্রিয় অর্জন করেছে। 
💮 Replace Drum : ( কী ভাবে সমাধান পাব )
 ব্রাদার মেশিনে টোনার কার্টিজ এবং ড্রাম ইউনিট দুটোই আলাদা পার্ট। এই দুটোর একটি টোনার কার্টিজ দ্বিতীয়টি ড্রাম ইউনিট এর মধ্যে আমাদের ড্রাম ইউনিটটি যাচাই করবো। কারণ এই প্রব্লেমটি ড্রাম ইউনিটের  কারণে বেশি হয় থাকে। 
💠 সমস্যাটি সমাধানের জন্য আমরা দুটি পদক্ষেপ অনুসন করব :
  1. Drum Unit / Drum Clean 
  2. Reset Drum Counter
1. Drum Unit / Drum Clean [ ড্রাম ইউনিট /ড্রাম ক্লিন ]:
  •  যদি মেশিনটি চালু থাকে তাহলে সবার প্রথম মেশিনটি বন্ধ করে নিনি।
  • হালকা হাতে সামনের কভারটি খুলুন। 
  • মেশিন থেকে টোনার কার্টিজ এবং ড্রাম ইউনিট বাইরে নিয়ে আসুন। 
  • সবুজ লক লিভারটি নিচে চাপুন এবং টোনার কার্টিজটিকে ড্রাম ইউনিট থেকে বের করে নিনি। 
  • শুধু মাত্র ড্রাম ইউনিট আমরা নৱম জাতীয় অথবা সুতি কাপড়  দিয়ে ভালোকরে পরিষ্কার করেব ( প্রয়জনে ড্রামটি চেঞ্জ করে নিতে পারি ) এইভাবে প্রক্রিয়াটি সমাপ্ত করব। 
  • পুনরায় কার্টিজটিকে  ড্রাম ইউনিট এর সঙ্গে সেট করব (সতর্কতার সাথে ভালোকরে লক করে নিব )
  • সবুজ গ্রীনট্যাবটিকে বাম পাস্ ডানে এবং ডান পাস থেকে বামে কয়েক বার স্লাইড করে নিব। 
  • টোনার কার্টিজ এবং ড্রাম ইউনিট সমাবেশ পুনরায় মেশিনে ইনস্টল করবো। 
  • মেশিনের ফ্রন্ট কভারটি বন্ধ করবো। 
বি: দ্র: -সম্পূর্ন প্রক্রিয়া সমাপ্ত করার পর ড্রাম রিপ্লেস প্রব্লেমটির সমস্যার সমাধান না হয় থাকে তাহলে দ্বিতীয় পদক্ষেপ অনুসরণ করব।
 2. Reset Drum Counter : 
  • আপনি যখন ড্রাম উনিটটি পরিষ্কার করে, অথবা নতুন ড্রাম ইউনিট প্রতিস্থাপন করেন সে ক্ষেত্রে ড্রাম রিপ্লেস সো করবে। আমাদের ড্রাম কাউন্টটি পুনরায় সেট করতে  হবে। 
  • সামনের ফ্রন্ট কভারটি খুলুন। 
  • ২ সেকেন্ডের জন্য ওকে টিপুন এবং ধরে রাখুন। 
  • প্র্রস আপ তীর কি বা ড্রাম কাউন্টার রিসেট করতে হবে ( Yes Press then ok press )     

 L I K E D   S O L U T I O N


💠 ডেস্কটপ কম্পিউটার । ল্যাপটপ । (HP | Epson | Canon | Brother) >প্রিন্টারসিসিটিভি । গ্রাফিক্স - এর বিভিন্ন ধরণের সমস্যার সমাধান পেতে আমাদের সাথে থাকুন। প্রয়োজনে কমেন্ট বক্স - এ সমস্যা আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের এই ধরণের সমস্যা গুলির সমাধান দেওয়ার। .
**সঠিক বিষয় ও সত্বতার সাথে কাজ করলে পরিশ্রম কখনো বিফলে যায় না ! **
 
Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ